কুমারগ্রাম: দীর্ঘদিনের দাবি সত্ত্বেও বারবিশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দিবারাত্র পরিষেবা চালু হয়নি, ক্ষুব্ধ বাসিন্দারা #jansamasya
বারবিশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দিবারাত্র পরিষেবা চালুর দাবিতে সরব হয়েছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসলেও, সেই দাবি আজও অধরা। এই বিষয়ে বৃহস্পতিবার ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় বলেন, 'আমরা সবাই চাই, বারবিশায় ভালো হাসপাতাল তৈরি হোক। বিষয়টি উপর মহলে জানানো আছে।' উল্লেখ্য, বারবিশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুধুমাত্র আউটডোর পরিষেবা চালু রয়েছে।