কুমারগ্রাম: বাস থেকে পড়ে গিয়ে মৃত কন্ডাক্টরের আত্মার শান্তি কামনায় কুমারগ্রামে নীরবতা পালন INTTUC-র, উপস্থিত সংগঠনের জেলা সভাপতি
বাস থেকে পড়ে গিয়ে মৃত কন্ডাক্টরের আত্মার শান্তি কামনায় শুক্রবার কুমারগ্রামে আইএনটিটিইউসি'র অফিসে নীরবতা পালন করলেন কুমারগ্রামের বাস চালক ও কন্ডাক্টররা। উল্লেখ্য, বৃহস্পতিবার কুমারগ্রাম চা-বাগানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার জন্য ভাড়া নেওয়া বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বাসের কন্ডাক্টর গণেশচন্দ্র পালের। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে ব্লক জুড়ে। এদিন কুমারগ্রামে এলাকার বাস চালক ও কন্ডাক্টররা একত্রিত হয়ে কালো ব্যাজ পরে নীরবতা পালন করেন।