খেজুরি ২: হাটবইচা সংসদে আজ বাংলার ভোট সুরক্ষা কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি
বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের হাটবইচা সংসদে বাংলার ভোট সুরক্ষা কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি কানাইলাল পাত্র,স্বপন জানা, স্বপন গিরি, বিশ্বজিৎ গুচ্ছাইত, দেবব্রত পন্ডা পুলকেশ গিরি বিশিস্ট সমাজসেবী,ও অন্যান্য কর্মকর্তা