জলপাইগুড়ি: ভোট শেষ হতেই তৃণমূলের বিজয়উল্লাস, জলপাইগুড়িতে তৃণমূলের বিজয়উল্লাস নিয়ে কটাক্ষ করলেন সাংসদ ডাঃ জয়ন্ত রায়
ভোট শেষ হতেই তৃণমূলের বিজয়উল্লাস। "ভোটের ফলাফল বের হলে তৃণমূল কোথায় লুকাবে, ভেবেই পাচ্ছি না বলে কটাক্ষ জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়ের। প্রসঙ্গত, শুক্রবার প্রথফ দফায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার লোকসভা আসনের ভোট হয়। কিন্তু শুক্রবার ভোট শেষ হতেই জলপাইগুড়িতে তৃণমূল বিজয় উল্লাস করেন। এই নিয়ে শনিবার জলপাইগুড়িতে সাংসদ ডাঃ জয়ন্ত রায় বলেন, ভোটের ফলাফল বের হলে তৃণমূল কোথায় লুকাবে, ভেবেই পাচ্ছি না