পুরুলিয়া 2 নং ব্লকে বেলমা অঞ্চলে রঘুডি ও বেলমা গ্ৰামে শ্রমজীবী মহিলা সমিতি সদস্যারা মদ বিরোধী মিছিল করেন। মহিলাদের অভিযোগ সর্বত্র বিভিন্ন প্রান্তে মদ বিক্রি হচ্ছে। তার প্রতিবাদে সর্বত্র আন্দোলন শুরু হয়েছে।
পুরুলিয়া ২: পুরুলিয়া 2 নং ব্লকে বেলমা অঞ্চলে রঘুডি ও বেলমা গ্ৰামে শ্রমজীবী মহিলা সমিতি সদস্যারা মদ বিরোধী মিছিল করেন - Purulia 2 News