মুরারই ২: পাইকরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে SIR বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির দেওয়া হল BLA 2 দের
সোমবার ৩ নভেম্বর আনুমানিক বিকেল নাগাদ। বীরভূম জেলার মুরারই ২ ব্লক কংগ্রেস পক্ষ থেকে।পাইকরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে SIR বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির দেওয়া হয়েছে BLA 2 দের।এদিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরে SIR বিভিন্ন বিষয়ের আলোচনা করা হয়েছে। এদিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সহসভাপতি এমডি আসিফ ইকবাল, মুরারই ২ ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি ও কংগ্রেসের নেতৃত্বরা।