জলপাইগুড়ি: বিয়ের আগের দিন মাধবডাঙায় উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, জলপাইগুড়ি জেলা হাসপাতালে হল ময়নাতদন্ত
বিয়ের দিন এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হল ময়নাগুড়িতে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা এলাকায়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ রায় (২৭)। ইনি পেশায় কৃষক ছিলেন। জানা গিয়েছে, রাতে খাবার খেয়ে বিশ্বজিৎ তার মামা জ্যোতিষ রায়ের সাথে ঘুমিয়ে ছিলেন। তার আগে ময়নাগুড়িতে বাজার করেছিলেন বিয়ের। ভোট পট্টি এলাকায় তার বিয়ে ঠিক হয়েছিল। আজ বিয়ে করতে যাওয়ার কথা রাতে। কিন্তু সকালে বাড়ির পেছনে বাঁশ ঝাড়ে তার দেহ দেখতে পায় তার মামা।