পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ব্লকের বেঁউদিয়ায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী লগ্নজিতার জাগো মা গান কে ঘিরে উত্তাল হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। স্কুল পরিচালনা কমিটিরসদস্য মেহবুব মল্লিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। জেলা পুলিশের তৎপরতায় মেহবুব গ্রেফতার হয়। এই ঘটনার প্রেক্ষিতে BJP নেতা শঙ্কুদেব পণ্ডা তৃণমূলকে দায়ী করে প্রেস মিট করে এবং পরচুলা ব্যবসায়ীদের একাধিক কটূক্তি করে। তৃণমূল ও এই ঘটনায় দুঃখ প্রকাশকরে কিন্তু BJP নেতার মন