জলপাইগুড়ি: লক্ষীরভান্ডারের টাকা তোলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ উত্তর আলতাগ্রামের মহিলা, ফিরে পেতে কাতর আর্জি পরিবারের
লক্ষীভান্ডারের টাকা তোলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে উধাও গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির উত্তর আলতাগ্রাম এলাকায়। এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর মঙ্গলবার বিকেল ৩ টা নাগাদ গৃহবধূকে ফিরে পেতে কাতর আর্জি জানান নিখোঁজ গৃহবধূর পরিবারের সদস্যরা। জানা গেছে, নিখোঁজ গৃহবধূর নাম নিরুপমা রায়। জানা গেছে, গত ১৫ এপ্রিল লক্ষীরভান্ডার টাকা তোলার নামে করে বাড়ি থেকে বের হন। এর পর বাড়িতে ফিরে আসেনি।