জলপাইগুড়ি: ধূপগুড়ির মাগুরমারীতে তৃণমূল এবং বিজেপির মধ্যে মারপিটের ঘটনায় আহত বিজেপি কর্মী
ধূপগুড়ির মাগুরমারীতে তৃণমূল এবং বিজেপির মারপিটের ঘটনায় আহত বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে শুক্রবার ধূপগুড়ির মাগুরমারী -১ নং গ্রাম পঞ্চায়েতের ১৫/১২৪ নং বুথে। অভিযোগ, এদিন তৃণমূল দুষ্কৃতীরা এসে বিজেপির শিবিরে হামলা চালায় বলে অভিযোগ। ফলে বিজেপির কর্মী অন্তু দাস আহত হয়ে পড়েন। পরবর্তীতে তাকে উদ্ধার করে ধুপগুড়ি মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।