শান্তিরবাজার: গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক জোলাইবাড়ি শালবাগান সংলগ্ন সড়কে
২৫ শে সেপ্টেম্বর দুপুর 1.30 নাগাত সাবরুম আগরতলা জাতীয় সড়কে জোলাইবাড়ি শালবাগান সংলগ্ন সড়কে সাব্রুম থেকে আগরতলা গামী বাইক ও গাড়ি মারাত্মক ভাবে সংঘর্ষ ঘটে । এতে বাইক চালক ধন্যরাম এিপুরা বয়স ৪৬ ঘটনাস্থলে আহত হয় যার বাইক নাম্বার TR08F5099 ওনার বাড়ি কোয়াইফাং এবং গাড়ি চালকের নাম এখনো পর্যন্ত জানা যায়নি। বাইক চালক ধন্যরাম ত্রিপুরা আহত হয় । বিকট শব্দে শুনতে পেয়ে এলাকার জনগণ ছুটে আছে ঘটনাস্থলে সাথে সাথে জোলাই বাড়ি অগ্নিনির্বাপক দপ্তরকে খবর দেয়