Kksk আদিবাসী মিলন সংঘ গাঁওতার উদ্যোগে পূর্ণিমা উপলক্ষে বিনপুর 2 ব্লকের কুচলাপাহাড়ীতে আয়োজিত হল এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা, খুঁটান প্রতিযোগিতা,মোরগ লড়াই এবং পরব নাচ প্রতিযোগিতা ও মেলা। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই মেলা। ফুটবল প্রতিযোগিতায় ৮ টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এস মান্ডি ফুটবল দল, বার্নাস হয় ys একাদশ। এছাড়াও আয়োজিত হয় বিশাল খুঁটান প্রতিযোগিতা , মোরগ লড়াই ও পরব নাচ প্রতিযোগিতা।