তমলুক: শুভেন্দু গড়ে BJPতে ভাঙন,তৃণমূলের পতাকা ধরলো ৫০০অধিক বাম, BJP,ISF কর্মী নন্দীগ্রামে দাবি তৃণমূলের,মিথ্যাচার বলল BJP
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম রাজ্যের বিরোধী দলনেতার বিধানসভা ক্ষেত্র। ২০২১শের বিধানসভার পূর্বে ১৯শে ডিসেম্বর বহু অনুগামী সহ তৃণমূল ছেড়ে ছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই ডিসেম্বরে নন্দীগ্রামে সভা করে পাচঁ শতাধিক বাম BJPISF কর্মীকে তৃণমূলের পতাকা ধরালেন রাজ্যের মন্ত্রী স্নেহাসিশ চক্রবর্তী,সুজিত রায়,সেক সুফিয়ান, আবুতাহের,সাহাউদ্দিন সহ একাধিক নেতৃত্ব। পরিবহন মন্ত্রী স্নেহাসিশ চক্রবর্তী বলেন উন্নয়ন না করে BJPর উগ্র ধর্মীয় বিভাজন কিছু BJP কর্মী মানতে পারে নি