ধূপগুড়ি: ধুপগুড়িতে সরকারি খাবারে অনীহা, বামেদের 'আমাদের রান্নাঘরে' ভিড় বন্যা দুর্গতদের
সরকারি খাবারে অনীহা, বামেদের 'আমাদের রান্নাঘরে' ভিড় বন্যা দুর্গতদের বন্যাদুর্গতদের জন্য সরকারি ত্রাণ শিবিরে খাবারের ব্যবস্থা থাকলেও, সেই একঘেয়ে খাবারে অনীহা দেখা যাচ্ছে দুর্গতদের মধ্যে। এর বদলে, সিপিআইএম সহ বিভিন্ন বাম সংগঠনের উদ্যোগে শুরু হওয়া 'আমাদের রান্নাঘরে' ভিড় জমাচ্ছেন জলঢাকা নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন। বিভিন্ন এলাকা থেকে চাঁদা তুলে গত এক মাস ধরে এই হেঁসেলে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।বন্যা কবলিত এলাকার মানুষজনের অভিযোগ,