আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ারে বিজেপির BLA-2 দের অসহযোগিতা করছে BLO রা,নির্বাচন কমিশনকে অভিযোগ জানানোর প্রস্তুতি বিজেপির
মঙ্গলবার থেকে শুরু হয়েছে SIR ফ্রম বিলি।আর সেই কাজে বিজেপির BLA টু দের অসহযোগিতা করছে BLO রা। বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ আলিপুরদুয়ার জেলা বিজেপির কার্যালয় থেকে এমনই অভিযোগ করলেন জেলা বিজেপির সভাপতি মিঠু দাস।এদিন সাংবাদিক করে তিনি জানান তাদের দলের BLA টু দের অসহযোগিতা করা হচ্ছে।এমনকি অনেক জায়গায় তাদের দায়িত্ব দেওয়াকে অস্বীকার করা হচ্ছে।