বাসন্তী: ক্যানিংয়ে বিজেপি নেতা আক্রান্ত,অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে,ভাইরাল সিসিটিভি ফুটেছে। বাসন্তী থেকে বিজেপি নেতা।
বাসন্তী : ক্যানিং এ বিজেপি নেতা আক্রান্ত,দোকানে গিয়ে হামলা চালানোর অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে,সিসিটিভি ফুটেছে,ক্যানিং দক্ষিণ ২৪ পরগনা , বিজেপির নেতা ব্যবসায়ী ওলিরুল পিয়াদা আক্রান্ত,তালদি দোকানে গিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশিতো দুষ্কৃতীদের বিরুদ্ধে, বিজেপি করার অপরাধে,বিজেপি নেতা কে দোকান থেকে বার করে মারতে মারতে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে আসে কিল, চর, ভুষি, লাথি মারধর করা হয় বলে অভিযোগ ।