হুড়া: SIR কেন্দ্রিক সাংগঠনিক কাজে হুড়া ব্লকের দুর্বলতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঞা
Hura, Purulia | Nov 27, 2025 এসআইআর কেন্দ্রিক সাংগঠনিক কাজে হুড়া ব্লকের দুর্বলতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঞা।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় হুড়ায় জনপ্রতিনিধি ও দলের কর্মীদের নিয়ে বৈঠক করলেন মন্ত্রী।হুড়া ব্লকের ১০ অঞ্চলের মধ্যে ৭ টি অঞ্চলের এস আই আর এর সাংগঠনিক কাজের মান খুবই দুর্বল।দলের কর্মিদের অতি সত্ত্বর কাজ করার নির্দেশ দেন।মন্ত্রীর সাথে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাজীব লোচন সরেন, সহ সভাধিপতি সুজয় ব্যানার্জী সহ অন্যান্য নেতৃত্ব।আজক