নন্দকুমার: নবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রেক্ষিতে আজ নন্দকুমারে বিক্ষোভ দেখালো তৌহিদীজনতা সংগঠন
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে অল ইন্ডিয়া তৌহিদী জনতা সংগঠনের সভাপতি মৌলানা মহম্মদ হাসিবুর রহমান বলেন আমাদের নবী কে যখন নুপুর শর্মা অপমান করে ছিল তখন সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোন শাস্তি বিধান দেওয়া হয় নি তাই BJP,RSSর মত সংগঠন গুলি নবীজী বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করতে সাহস পেয়েছে।তিনি BJP শাসিত কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করে বলেন কেন্দ্রীয় সরকারের কোন উন্নয়ন মূলক মন্ত্রণালয় নেই কেবল একটাই মন্ত্রণালয় আছে যেটা হিন্দু মুসলিমের বিভাজনের মন্ত্রণা