কাকদ্বীপ: রেশনের নিম্নমানের আটা দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ এলাকার মানুষের নারায়ণপুর এলাকার ঘটনা
দুয়ারে সরকারের রেশনে আটা অতি নিম্নমানের দেওয়া কে কেন্দ্র করে বিক্ষোভ এলাকার মানুষের সেই আটা পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের তিন মাস ধরে নিম্নমানের আটা দেওয়া হয় কে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ এছাড়াও খাদ্য দপ্তরের এ বিষয় জানাবেন বলে জানায় গ্রামবাসীরা।