পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির দূরমুঠ গ্রাম পঞ্চায়েতে সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি, উপস্থিত ছিলেন মানিক দোলাই, গৌরিশঙ্কর মিশ্র, রামকৃষ্ণ প্রামানিক, দিলীপ ভূঞ্যা অঞ্চল সভাপতি স্বপন মাইতি, খাজা আমিরুল হোসেন,সলিল রঞ্জন মন্ডল, আয়ুব আলি খাঁন,অর্পণ রানা, সুচন্দন পন্ডা, সঞ্জীব পড়্যা, তৃষিতা রানা সহ উপস্থিত অনান্য বিশিষ্ট নেতৃত্ব গন উপস্থিত ছিলেন