জলপাইগুড়ি: ধূপগুড়ির একটি রাষ্টয়ত্ব ব্যাঙ্কের থেকে চাকরি হারানো শিক্ষকদের ঋণের পরিমাণ ৭ কোটি, মাথায় হাত ব্যাঙ্ক কতৃপক্ষের
হাইকোর্টের নির্দেশে ২৬০০ হাজার শিক্ষক চাকরি হারানোয় দুঃচিন্তায় রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কগুলি। ধূপগুড়ির একটি রাষ্ট্রয়োত্ব ব্যাঙ্কেই চাকরি হারানো শিক্ষকদের ঋণের পরিমাণ প্রায় ৭ কোটি। ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারী হওয়ার কারণে তাদের লোন দেওয়ার ক্ষেত্রে স্যালারি-স্লিপ ছাড়া আর বিশেষ কোনো নথি দেখা হত না। তাই সরাসরি কর্মচারীরা অনায়াসেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে অতি সহজে হোম লোন, পার্সোনাল লোন, সহ বিভিন্ন লোন পেত।