ঝালদা ১: বিজেপির সাংগঠনিক সভায় যোগদান, ফের তুলিন এলাকায় বিজেপির শক্তি বৃদ্ধি হল
ফের তুলিন এলাকায় বিজেপির শক্তি বৃদ্ধি হল রবিবার পুরুলিয়া জেলাতে বিজেপির একটি সাংগঠনিক বৈঠক আয়োজিত হয়। যেখানে এস আই আর আবহে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে ফের একবার বিজেপির শক্তি বৃদ্ধি হল। বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতো দুপুর তিনটে নাগাদ জানান বাগমুন্ডি বিধানসভার তুলিন নিবাসী বিশিষ্ট উদ্যোগপতি দিবাকর হালদার আজ বিজেপি তে যোগদান করলেন। যার ফলে এই এলাকায় বিজেপির অনেকটাই শক্তিশালী হবে।