বাসন্তী: ভোট রক্ষা শিবির আয়োজন করা হয় বাসন্তী ব্লকে ভরতগড় অঞ্চল এলাকায় উপস্থিত ছিলেন বাসন্তীর জেলা পরিষদের সদস্য শঙ্করী মন্ডল
বাসন্তী ভোট রক্ষা শিবির আয়োজন করা হয় বাসন্তী ব্লকে ভরতগড় অঞ্চল এলাকায় উপস্থিত ছিলেন বাসন্তীর জেলা পরিষদের সদস্য শঙ্করী মন্ডল এবং অঞ্চল সভাপতি সাইফুদ্দিন, ইয়াসিন, বিকেল ৩ টে নাগাদ ভোট রক্ষা শিবির আয়োজন,এস আই এর প্রক্রিয়াকে সঠিকভাবে করার নির্দেশ তিনি দিয়েছেন বিএল ও দের বৈধ ভোটার নাম বাদ গেলে কড়া পদক্ষেপ তিনি গ্রহণ করবেন।এই বার্তায় দেন পাশাপাশি সচেতন করা হয় সাধারণ মানুষের কোন রকম ভয় না পেয়ে নিশ্চিন্তে বাড়িতে থাকুন।