কালনা ১: ঠাকুর বাড়ির প্রসাদ খেতে গিয়ে খোয়ালেন টাকা, সোনার গহনা , দিনে দুপুরে বড় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কালনায়
ঠাকুরবাড়ি প্রসাদ খেতে যাবার পরে চুরি হয়ে গেল সর্বস্ব। সোনা রুপো গহনা সহ আবাস যোজনা বাড়ি বানানোর জন্য পাওয়া সদ্য 50 হাজার টাকা খুইয়েছেন কালনার অধিকারী পাড়া এলাকার সীমা অধিকারী। জানা গিয়েছে এদিন রবিবার দুপুরে কেউ ছিলনা প্রসাদ খেতে গিয়েছিলেন সীমা দেবী বাড়ি ফিরে এসে দেখেন আলমারির ভাঙ্গা। ঘরের জিনিসপত্র ওলট-পালট হয়ে পড়ে রয়েছে। রবিবার রাতে ওই গৃহবধূ তিনি জানান, সোনা ওর উপর বিভিন্ন গহনা বাড়িতে থাকা বিভিন্ন সামগ্রী ও টাকা চুরি যায়।