তমলুক: ED,CBIর হাত থেকে বাঁচতে শুভেন্দু অধিকারী ভয়ে BJP করছে,শুভেন্দু ভূমি নন্দীগ্রামে দাঁড়িয়ে কটাক্ষ তৃণমূলের জেলার সভাপতি
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র শুধু তাই নয় তাঁকে নন্দীগ্রামের ভূমিপুত্র বলেও কেউ কেউ দাবি করেন। সেই শুভেন্দু ভূমিতে দাঁড়িয়ে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় কটাক্ষ করে বলেন তৃণমূলে থাকা কালীন শুভেন্দু সহ অধিকারী পরিবার এত গুলো পদের অধিকারীর ছিলেন কেবল ED,CBIর হাত থেকে বাঁচতে ভয়ে BJPতে গেছেন। সুজিত বাবু আরো বলেন শুভেন্দু কে তৃণমূল চোর বলে নি বলেছে BJP ও তার প্রাক্তন রাজ্য সভাপতি রাহু