শান্তিরবাজার: নিজের মাকে খুঁজেপেতে বাইশে সেপ্টেম্বর বেলা দুইটা নাগাত সংবাদ মাধ্যমের দারস্ত হলেন অসহায় সন্তান।
মা ডাকটি কত মধুর। কিন্তু বর্তমানসময়ে কিছু পাসন্ড মহিলা নিজের স্বার্থেরজন্য ছেলে মেয়েকে ছুরেফেলেদিতে দিধাবোধকরেনা। দশ মাস দশদিন গর্ভে ধারন করে সাময়িক সুখের জন্য ছেলে মেয়েকে ফেলেরেখে দিয়ে চলে গেলেন এক মহিলা। ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার কাঞ্চননগর এলাকার বাসিন্দা টুটন মজুমদার বিগত ১৪ বছর পূর্বে শান্তির বাজার মহামুনি এলাকার বাসিন্দা মমতা মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধহয়। বিবাহের পরবর্তী সময়ে দুইজনের কোলজুরে আসে এক কন্যাসন্তান ও এক পুত্র সন্তান।