গাজোল: এক বৃদ্ধা টোটো থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত ঘটনাটি ঘটে ৩১ নং জাতীয় সড়ক পাহাড়ি ভিটা এলাকায়
Gazole, Maldah | Nov 29, 2025 টোটো থেকে এক বৃদ্ধা পড়ে গিয়ে গুরুতর আহত হয়।এরপর ওই বৃদ্ধাকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে এরপর ওই বৃদ্ধার অবস্থা অবনতি হলে পরে তখনিই ওই বৃদ্ধাকে গাজোল ইস্ট জেনারেল হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। জানা গিয়েছে গুরুতর আহত ওই বৃদ্ধার নাম কল্পনা রবিদাস বয়স আনুমানিক 50। বাড়ি গাজোলের মুড়িয়া কুন্ডু গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধা গাজোলের আলাল পাহাড়ী ভ