জলপাইগুড়ি: ভোট পর্ব মিটতে না মিটতেই জলপাইগুড়িতে আগাম বিজয় মিছিলে সামিল হলো তৃণমূল কংগ্রেস
ভোট পর্ব মিটতে না মিটতেই জলপাইগুড়িতে আগাম বিজয় মিছিলে সামিল হলো তৃণমূল কংগ্রেস। এদিন রাত আটটা নাগাদ জলপাইগুড়ি তৃণমূলের দলীয় কার্যালয়ে জমায়েত হয় তৃণমূল নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ, তৃণমূল প্রার্থী ডঃ নির্মলচন্দ্র রায় সহ অন্যান্যরা। এদিন দলীয় কার্যালয়ের সামনে মিষ্টি বিলি করে উল্লাসে সামিল হন তৃণমূলের কার্যকর্তা ও দলীয় কর্মীরা। তবে বিজেপিরও দাবি জলপাইগুড়ি আসনে তারাই জয়ী হবে।