ধর্মনগর: স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ সাতনালায়, শিক্ষা দপ্তরের আধিকারিকের আশ্বাসে পথ অবরোধ মুক্ত হয়
কাঞ্চনপুরে সড়ক অবরোধ যেন নিত্যদিনের সঙ্গী ।আবারও স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ ।আজ সকালে আবারও উত্তপ্ত হয়ে ওঠে কাঞ্চনপুরের সাতনালা এলাকা। সকাল থেকেই সাতনালা এইচ.এস. স্কুলের সামনেই দশদা–কাঞ্চনপুর সড়ক অবরোধ করে বিক্ষোভে বসে সাতনালা প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, বিদ্যালয়টি বিদ্যা জ্যোতি প্রকল্প এর অন্তরর্গত হলেও দীর্ঘদিন ধরে চলছে শিক্ষক স্বল্পতা ও পরিকাঠামোগত সংকটে। গণিত