বহু আশঙ্কা ও বিতর্কের মাঝেও মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর এর কাজ। বুধবার সকাল থেকেই লোকপুরে বিএলও ও বিএলএরা পারস্পরিক সহযোগিতায় বাড়ি বাড়ি ফর্ম বিতরণে নেমেছেন। রাজনৈতিক দলগুলির প্রতিনিধি—তৃণমূলের প্রদীপ চৌধুরী, বিজেপির সুকুমার দাস ও সিপিআইএম-এর সদস্যরাও উপস্থিত ছিলেন। তিন দলের প্রতিনিধিরা জানিয়েছেন, কাজ সুষ্ঠুভাবে চলছে এবং ভয়ভীতি অনেকটাই কেটে গেছে।