বারাসাত ১: ভোটার তালিকায় নাম বাদে আতঙ্ক বারাসাতে
ভোটার তালিকায় নাম বাদে আতঙ্ক বারাসাতে উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাত মসজিদ বাড়ি এলাকায় একই বাড়ি তিন সদস্যের নাম বাত বললেও ২০০২ এর ভোটার তালিকা থেকে। ১০০ বছর এর বেশি আকবর আলীর পরিবার এখানে বসবাস করেন। দীর্ঘদিন তারা ভোট দিয়ে আসেন তবে 2002 এর ভোটার লিস্টে তাদের পরিবারের অন্যান্য সদস্যের নাম থাকা সত্ত্বেও তিনজনের নাম বাদ পড়ছে ভোটার তালিকা থেকে। এই নিয়ে আজ দুপুর 12,30 নাগাদ কি বললেন আকবর আলী সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনুন