মাথাভাঙা ১: মাথাভাঙ্গা ফকিরের কুঠির বুথে বিজেপির এক বি এল এ কে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। চলছে ভোটার তালিকা ফরম বিলি। এরই মাঝে ফের উত্তেজনা ছড়ালো বুধবার বেলা বারোটা নাগাদ মাথাভাঙ্গা বিধানসভার পচাগর গ্রাম পঞ্চায়েতের 237 নম্বর বুথে। অভিযোগ সময় বিজেপির এক বুথ লেভেল এজেন্টকে তৃণমূল কর্মীরা তাড়িয়ে দেয় এবং হেনস্থা করে। বিজেপির ওই বি এল এ 2 জানান আমি বিএলও সঙ্গে এসআইআর ফরম বিলি করছিলাম। সেই সময় তৃণমূলের কয়েকজন এসে আমার কাছ থেকে সমস্ত কাগজপত্র কেনে নেয় ।