গোয়ালপোখর ২: চাকুলিয়া থানার মজলিশপুর এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ১
চাকুলিয়া থানার মজলিশপুর এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ১ ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৫ টা নাগাদ জানা গেছে বিহারের পিছলা গ্রামের বাসিন্দা সরফরাজ বাইকে চেপে কানকি থেকে বাড়ি ফিরছিল এমন সময় একটি কুকুর তার বাইকের সামনে চলে আসে জার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে জায় তিনি , জার কারণে গুরুতর আহত হন তিনি ,