গোয়ালপোখর ২: উত্তর দিনাজপুর জেলার অসুরাগর বাসস্ট্যান্ড এলাকায় শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
উত্তর দিনাজপুর জেলার অসুরাগর বাসস্ট্যান্ড এলাকায় শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সড়কের ঠিক পাশে অবস্থিত দোকানের একটি সরু গলিতে হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া আগুনে রূপ নেয় এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। অনেকেই নিজেদের বাড়ি ও দোকানপাট থেকে বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে অগ্নিকাণ্ডের মাত্রা দ্রুত বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। খবর