খোয়াই: খোয়াই জব্বটিলা বাজার সংলগ্ন এলাকায় বাইকের ধাক্কায় আহত হয়েছে এক ব্যক্তি
Khowai, Khowai | Dec 3, 2025 আজ বিকাল সাড়ে পাঁচটা নাগাদ কয়েকটি বাজার সংলগ্ন এলাকায় খোয়াই চাম্পাহওর সড়কে বাইকের ধাক্কায় আহত হয় এক ব্যক্তি। স্থানীয় লোকজন দেখতে পেয়ে খবর দেয় খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।