পাঁশকুড়ার বালিডাঙ্গা এলাকায় বিজেপির উদ্যোগে আয়োজন করা হয়েছে ও হনুমানজির পুজো ও ক্রীড়া সংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু যে মাঠে এই অনুষ্ঠান করাবে সেই মাঠে কিছু জমির মালিক বেঁকে বসায় পুজো কমিটি হাইকোর্টের দ্বারস্থ হয় বিচারপতি নির্দেশ দেয় অভিযোগকারী জায়গায় ব্যারিকেড করে অনুষ্ঠান করতে এবং সমস্ত খতিয়ে রাখার জন্য এসডিও থানা কে নির্দেশ দেওয়া হয়।আজকের সকাল থেকে অভিযোগকারী জায়গার ডিমারকেশন করতে এসে সারাদিন নিয়ে নেয় SDo ও পুলিস,পূজো নিয়ে অচলাবস্থা