প্রতি বছরের ন্যায় এ বছরও আফজাল খান স্মৃতি টুর্নামেন্টকে সাথে নিয়ে বিথারী ফুটবল মাঠ থেকে তারালি উত্তরপাড়া সংগঠনের খেলার মাঠ পর্যন্ত ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হলোআজ সকাল সাতটা নাগাদ |অনুষ্ঠানের সূচনা করেন ফিতে কেটে সরুপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদার সাথে ছিলেন বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন আরা পারভীন সরদারসহ বিএসএফের অফিসিয়ালরা |এই সময় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিশু কিশোর কিশোরীরা অংশ