খাতড়া পাম্প মোড়ে "টীম অভিষেক জঙ্গলমহল" আয়োজিত INAUGURATION programe অনুষ্ঠিত করা হল।টিশার্ট,হেল্পলাইন নম্বর লঞ্চিং ও টিমের দৃষ্টি প্রক্ষেপণ এর শুভ উদ্বোধনে ও এই উদ্বোধন অনুষ্ঠান কে কেন্দ্র করে একটি রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, তালডাংরা তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু, সহ একাধিক তৃণমূলের নেতা থেকে শুরু করে কর্মকর্তা।