তৃণমূল না করায় জল দেওয়া হচ্ছে না জলপাইগুড়ির মঙ্গলবাড়ি বস্তির আদিবাসী অধ্যুষিত এলাকায়। অভিযোগ, শাসদল করলেই পানীয় জল দেওয়া হয়। তৃণমূল করলেই কেবলমাত্র পানীয় জল দেওয়া হয়। এই অভিযোগকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। জানা গেছে, সরকারিভাবে বাড়ি বাড়ি পানীয় জলের গাড়ি যাচ্ছে অথচ এই এলাকার ৩২ টি আদিবাসী পরিবার তৃণমূল করেনা বলে সেই পানীয় জল পাচ্ছে না। মঙ্গলবার এই ঘটনার নিন্দা জানায় জলপাইগুড়ির বিজেপির সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ।