শুক্রবার আনুমানিক রাত্রি দশটার সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার পখন্নায় পখন্না অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে S.I.R. নিয়ে পাড়া বৈঠকের মধ্য দিয়ে সচেতনতার শিবির অনুষ্ঠিত হল পুরোকেন্দা গ্রামে। উপস্থিত বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি সহ পখন্না অঞ্চল তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা।