আজ অর্থাৎ শনিবার রাত আটটা নাগাদ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নির্দেশমতো বোদরা অঞ্চলের কাঁজদিয়া বুথে SIR সংক্রান্ত বিষয়ে বিশেষ সভা করলেন বোদরা অঞ্চলের অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরী।এলাকার মানুষকে বিভিন্ন বিষয়ে অবগত করলেন এবং যে যে বিষয়ে সচেতন থাকতে হবে তা জানান।