খানাকুল ১: গোঘাটে স্ত্রী ও শ্যালকে পেট্রোল দিয়ে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্বামী,ফাঁসির দাবিতে সরব পরিবার
স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্বামী।ফাঁসির দাবিতে সরব পরিবার।জানা যায়,গোঘাটের ভগবানপুরের লক্ষ্মী পন্ডিতের মেদিনীপুরের সন্তু রিতের বিবাহ হয়।অত্যাচার চালানোর অভিযোগে বাপের বাড়ি চলে আসে লক্ষ্মী।মঙ্গলবার বাড়িতে ঢুকে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে স্বামী।অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি লক্ষ্মী ও তার ভাই।সেদিনই থানায় অভিযোগ করে লক্ষ্মীর পরিবার।তদন্তে নেমে চন্দ্রকোনা থেকে সন্তুকে গ্রেপ্তারের পর আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ।