দীঘা পাঁশকুড়া রেল লাইনে ড্রেস প্রাণ ও লবণ সত্যাগ্রা স্টেশনের মাঝে কালিকা খালি হল স্টেশন অনুমোদন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অস্নে বৈষ্ণব এই হল স্টেশন অনুমোদন পেতে কৃতিত্ব কার বেশি তা নিয়ে তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক তরজা |বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পন্ডা বলেন বিধায়ক শুভেন্দু অধিকারী ও সংসদ সৌমেন্দু অধিকারী প্রচেষ্টায় এই স্টেশন। অপরপক্ষে চন্ডিপুরের প্রাক্তন বিধায়ক আমিয় কান্তি ভট্টাচার্য্যবলেন এই স্টেশন জন্য তিনি বহুবার আবেদন করেন