জোরবাংলো-সুখিয়াপোখরি: খাপরাইল এলাকায় ভাঙ্গন বিভিন্ন রাজনৈতিক দলে। এলাকার ৩০ জন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে যোগদান করল BGPM দলে
খাপরাইল এলাকায় ভাঙ্গন বিভিন্ন রাজনৈতিক দলে। এলাকার ৩০ জন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে যোগদান করল BGPM দলে। শুক্রবার রাত নটা নাগাদ দলে যোগদান কারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন BGPM দলের সভাপতি অনিত থাপা। জানা গিয়েছে দলে যোগদানকারীরা মূলত GNLF ও BJP ত্যাগ করে অনিত থাপার দল BGPM যোগদান করে।