খড়্গপুরে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির, আজ শনিবার এই পাড়ায় সমাধান শিবির অনুষ্ঠিত হলো খড়গপুর 1 নম্বর ব্লকের 221 নম্বর বুথে। সকাল থেকে এদিন বিকেল প্রায় পাঁচটা পর্যন্ত চলে এই শিবির। খড়গপুর এক নাম্বার ব্লকের খড়গপুর বিধানসভার পাঁচ নম্বর গোপালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরাকলা এলাকায় আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। আমরাকলা এস এস কে স্কুলে অনুষ্ঠিত হয় এই পারাই সমাধান শিবির। প্রচুর মানুষ আছেন এই শিবিরে সরকারি প্রকল্পের সুবিধা নিতে।