জলপাইগুড়ি: জলপাইগুড়িতে ভোট পড়েছে ৮৩.৬৫ শতাংশ, জলপাইগুড়িতে জানালেন জলপাইগুড়ি জেলা শাসক
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে, ভোট পড়েছে ৮৩. ৬৫ শতাংশ। শনিবার জলপাইগুড়িতে জানালেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন। ৭টি বিধানসভা কেন্দ্রকে নিয়ে রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। মোট প্রার্থী ১২ জন। ভোট পড়েছে প্রায় ৮০ শতাংশ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে তৈরি করা হয়েছে স্ট্রং রুম। স্ট্রংরুম খতিয়ে দেখতে শনিবার সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও এসেছেন।