ধূপগুড়ি: ধূপগুড়ির গাদং-২ নং গ্রাম পঞ্চায়েতের জুড়াপানিতে নদীবাঁধের দাবি জানিয়েছেন স্থানীয়রা
ধূপগুড়ির গাদং-২ নং গ্রাম পঞ্চায়েতের জুড়াপানির ১৫/২৪৭ নং বুথের ডুডুয়া নদীতে নদীবাঁধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই নিয়ে শনিবার বিকেল ৩ টা নাগাদ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ, বর্ষা আসলেই প্রতিবছর নদী পাড় ভেঙে ডুডুয়া নদী গর্ভে তলিয়ে যাচ্ছে কৃষিজমি। স্থানীয়রা বারবার নদী বাঁধের দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। উল্টোদিকে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যর মদতে নদী থেকে প্রতিনিয়ত বালি চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।