বাংলা বিরোধী SIR এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করল কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত ঢাংডিংগুড়ি বাজার এলাকায়। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন কোচবিহার 2 নং পঞ্চায়েত সমিতির সভাপতি গায়ত্রী সরকার। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সহ-সভাপতি নুর ইসলাম অঞ্চল সভাপতি নির্মল চন্দ্র রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।