রানিনগর ২: হেরোইনের নেশায় আসক্ত হয়ে মৃত যুবক রানীনগরে
হেরোইনের নেশায় আসক্ত হয়ে মৃত যুবক রাণীনগড়ে পরিবার সূত্রে জানা গিয়েছে উক্ত যুবক প্রায় 10বছর থেকে হেরোইনের নেশায় আসক্ত ছিলেন, প্রায় দিন অসুস্থ হয়ে পড়তেন, ঠিক সে মতো অবস্থায় সোমবার বাড়ি থেকে কাজের উদ্দেশে বেরিয়ে জান তারপরে হটাৎ রাত্রি 9 টা নাগাদ পরিবারের কাছে খবর আসে রাকেশ সেখ শেখপাড়ায় মৃত অবস্থায় পরে রয়েছে, তারপরেই বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে উক্ত যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ