বেলডাঙা ২: রেজিনগর বিধানসভায় BLA2 দের নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠান
আজ দুপুর দুটো নাগাদ বেলডাঙ্গা-২ ব্লকের পূর্ব চক্রের উদ্যোগে বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জী–র নির্দেশ অনুসারে রেজিনগর বিধানসভার ১৪টি অঞ্চলের BLA2 সদস্যদের নিয়ে দ্বিতীয় দিনের বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রেজিনগর বিধানসভার মাননীয় বিধায়ক রবিউল আলম চৌধুরী ।